• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ. আফ্রিকার বিপক্ষে টাইগারদের সূচি ঘোষণা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:১৬ পিএম
দ. আফ্রিকার বিপক্ষে টাইগারদের সূচি ঘোষণা

বেশ ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। নিউজিল্যান্ড সফর শেষে ঘরের মাঠে প্রিমিয়ার লিগ বিপিএলে ব্যস্ত হয়ে গেলেন টাইগাররা। এরপর সফরে আসবে আফগানিস্তান। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচিও। প্রায় পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।

তিনটি ওয়ানডে ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। যদিও সফরের যাওয়ার কথা আগেই নির্ধারিত ছিল। এবার সূচিও চূড়ান্ত হলো। 

১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগার-প্রোটিয়াদের লড়াই। পরের দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৩১ মার্চ। দ্বিতীয় ম্যাচ ৮ এপ্রিল থেকে শুরু হবে।

ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ
১৮ মার্চ- সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক
২০ মার্চ- ইম্পেরিয়াল ওয়ান্ডারারস
২৩ মার্চ- সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক

টেস্ট সিরিজ
৩১ মার্চ থেকে ৪ এপ্রিল- ডারবান
৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল- সেইন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ড

খেলা বিভাগের আরো খবর

Link copied!